১৭ নভেম্বর, ২০১৯ ০৯:১৭

অ্যানড্রয়েড ডিভাইসে ত্রুটি, সাইবার হামলার ঝুঁকিতে স্মার্টফোন ব্যবহারকারীরা

অনলাইন ডেস্ক

অ্যানড্রয়েড ডিভাইসে ত্রুটি, সাইবার হামলার ঝুঁকিতে স্মার্টফোন ব্যবহারকারীরা

বিশ্বব্যাপী বাজারে প্রচলিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১০টি মডেলের হ্যান্ডসেটে ত্রুটির সন্ধান মিলেছে বলে দাবি করেছেনন নিরাপত্তা গবেষকরা।

তাদের মতে, অ্যানড্রয়েড ডিভাইসের যোগাযোগ ইন্টারফেসের এই ত্রুটি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের অজান্তেই দূর থেকে ডিভাইসের তথ্য সংগ্রহ করতে পারে সাইবার অপরাধীরা।

শুধু তা-ই নয়, চাইলে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য পাঠাতে বাধাও দেওয়া যায়। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা স্মার্টফোন ব্যবহারকারীরা এই সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। 

উল্লেখ্য, সম্প্রতি ব্লু-টুথ প্রযুক্তির তথ্যবিনিময় পদ্ধতি বা কমিউনিকেশন প্রটোকলে নিরাপত্তা ত্রুটি থাকার কথা জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের একদল নিরাপত্তা গবেষক।

সূত্র: ইন্টারনেট

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর