১ ডিসেম্বর, ২০১৯ ০৮:৩০

‘ভিআর সানগ্লাস’ পরানোয় বেশি দুধ দিচ্ছে গরু!

অনলাইন ডেস্ক

‘ভিআর সানগ্লাস’ পরানোয় বেশি দুধ দিচ্ছে গরু!

সংগৃহীত ছবি

সম্প্রতি রাশিয়ায় ভিআর সানগ্লাস অর্থাৎ ভার্চুয়াল রিয়্যালিটি রয়েছে এমন সানগ্লাস পরানো হয়েছে গরুকে। আর সেই সানগ্লাস পরে আগের চেয়ে বেশি পরিমাণে দুধ দিচ্ছে গরু- এমনটাই দাবি রাশিয়ান পশু বিশেষজ্ঞদের। খবর ইকোনমিক টাইমস'র।

মস্কোর পশু বিশেষজ্ঞরা সম্প্রতি পরীক্ষামূলক গরুর ওপর এ প্রক্রিয়াটি প্রয়োগ করেন। তাতে দেখা যায়, আগের চেয়ে অনেক বেশি পরিমাণে দুধ দিচ্ছে গরু। এক্ষেত্রে একটু মডিফায়েড ভিআর হেডসেট ব্যবহার করছেন তারা। 

বিশেষজ্ঞরা বলছেন, এই সানগ্লাস পরানোর ফলে গরুর মুড সবসময়ই ফুরফুরে থাকছে। ফলে বেশি পরিমাণে দুধ দিতে সক্ষম হচ্ছে তারা। আর এই ভিআর হেডসেটের জন্য সারক্ষণ গরুদের চোখে ভেসে আসছে সবুজ ঘাসে মোড়া চারণক্ষেত্র, সুন্দর সুন্দর সব ল্যান্ডস্কেপ। ফলে যখন তখন তারা দুগ্ধ দিতে সক্ষম হচ্ছে।

এ ধরনর হেডসেটের ডিজাইন সম্পূর্ণরূপে গরুর কথা মাথায় রেখেই তৈরী করা হয়েছে। ডিসপ্লে তৈরি করা হয়েছে একেবারে গরুর চোখের কথা মাথায় রেখেই। আর এই সানগ্লাস গরুকে রিয়্যালিস্টিক ভিউ দিতে সাহায্য করছে। গবেষকদের দাবি, গরু যদি খুশি থাকে, তাহলে তার দুধ দেওয়ার ক্ষমতা অনেকটাই বেড়ে যায়। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর