৯ এপ্রিল, ২০২০ ১৮:৩৭

করোনা সংকটে এক ক্লিকেই বন্ধুদের এক করে দিবে হোয়াটসঅ্যাপ

অনলাইন ডেস্ক

করোনা সংকটে এক ক্লিকেই বন্ধুদের এক করে দিবে হোয়াটসঅ্যাপ

প্রতীকী ছবি

বিশ্বব্যাপী চলমান করোনা সংকটে অনলাইনভিত্তিক যোগাযোগে গ্রাহকদের জন্য আরও এক ধাপ বাড়তি সুবিধার ব্যবস্থা করলো হোয়াটসঅ্যাপ। লকডাউনের মধ্যে গ্রুপ ভিডিও কলিং আরও সহজ করে দিয়েছে অ্যাপটি। ইতিমধ্যেই ভুয়া খবর আটকাতে মেসেজ ফরোয়ার্ড করার নিয়মে বদল এনেছে হোয়াটসঅ্যাপ। 

অ্যাপটির নতুন নিয়মে বলা হয়েছে, এবার থেকে মেসেজ ফরোয়ার্ড করার বিষয়টি নিয়ন্ত্রণ করা হবে। একবারে একটি মেসেজ একজনকেই ফরোয়ার্ড করা যাবে। অনেককে একসঙ্গে মেসেজ ফরোয়ার্ড করার সুযোগ থাকবে না। তবে নতুন কথা হলো- এতদিন পর্যন্ত গ্রুপ ভিডিও কলে একজন একজন করে মেম্বার যোগ করতে হত। কিন্তু এবার একটি মাত্র ক্লিক করেই গ্রুপে থাকা সবাইকে ভিডিও কলে যুক্ত হরতে পারবেন। টুইট করে এই বার্তা জানিয়েছে হোয়াটসঅ্যাপ। 

সর্বাধিক চারজন পর্যন্ত সদস্য এই গ্রুপ ভিডিও কলে একসঙ্গে অংশ নিতে পারবেন। এবার গ্রুপ মেম্বারদের নামের পাসেই একটি করে ভিডিও কলিং এর অপশন পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা এই নতুন গ্রুপ ভিডিও কলের সুবিধা পাবেন। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর