শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
বাংলাদেশসহ ৩ দেশে এরিকসনের প্রধান ডেভিড হেগারব্রো
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালয়েশিয়া এবং গ্লোবাল কাস্টমার ইউনিট আজিয়াটার হেড অব এরিকসন হিসেবে ডেভিড হেগারব্রোকে নিয়োগের ঘোষণা দিয়েছে এরিকসন। এ পদে দায়িত্ব নেওয়ার আগে ডেভিড দক্ষিণপূর্ব এশিয়া, ওশেনিয়া এবং ভারতের হেড অব স্ট্র্যাটেজি, টেকনোলজি এবং সরকার ও খাত সংশ্লিষ্ট সম্পর্ক উন্নয়ন বিষয়ক প্রধানের দায়িত্ব পালন করেন।
এ নিয়ে এরিকসনের দক্ষিণপূর্ব এশিয়া, ওশেনিয়া ও ভারতের প্রধান নুনজিও মিরতিল্লো বলেন, এরিকসনের জন্য বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ বাজারগুলোতে আমাদের ক্রেতাদের জন্য পূর্ণাঙ্গ কানেক্টিভিটির সুবিধা দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ডেভিড এরিকসন একজন অভিজ্ঞ ও দক্ষ নির্বাহী, যিনি এ অঞ্চলে এরিকসনের ব্যবসা সম্প্রসারণ ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছেন। এ বাজারগুলোতে এরিকসনের অঙ্গীকার বাস্তবায়নে ডেভিড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি।
নেতৃত্ব প্রদান ও প্রযুক্তিখাতে ডেভিড হেগারব্রো ২০ বছরেরও বেশি সময়ের কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০০৮ সালে এরিকসনে যোগ দেন। বিক্রয়, ব্যবস্থাপনা, প্রযুক্তি, কৌশল প্রণয়ন ও সরকারি খাতের সঙ্গে সম্পর্কন্নোয়নে তিনি এরিকসনের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন এবং সুইডেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশে সফলভাবে ব্যবসা সম্প্রসারণে নেতৃস্থানীয় ভূমিকা রেখেছেন।
নতুন এ দায়িত্ব সম্পর্কে ডেভিড বলেন, এ অঞ্চলের বাজারগুলোতে আমাদের ক্রেতাদের সঙ্গে সরাসরি কাজ করতে পেরে এবং অত্যাধুনিক সমাধান ও প্রযুক্তি সহায়তা দেওয়ার মাধ্যমে তাদের ব্যবসায়িক সাফল্য অর্জনের জন্য কাজের সুযোগ পেয়ে আমি আনন্দিত।
বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার বাজারে এরিকসন শক্তিশালী অবস্থানে রয়েছে। একইসঙ্গে এ বাজারগুলোর গ্রাহকদের কানেক্টিভিটি সুবিধা ও মোবাইল ব্রডব্যান্ড সেবা দেওয়ার জন্য যোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথ অংশীদারিত্বে কাজ করছে এরিকসন।
এরিকসন হচ্ছে নাসডাক স্টকহোম ও নাসডাক নিউইয়র্কের তালিকাভুক্ত একটি প্রতিষ্ঠান। সংযুক্ততার পরিপূর্ণ উপযোগিতা নিশ্চিৎ করতে যোগাযোগ সংক্রান্ত সেবাদানকারীদের সহায়তা করে এরিকসন।
বিডি-প্রতিদিন/শফিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর