২০ অক্টোবর, ২০২০ ১৩:০৭

মুখাবয়ব দেখিয়েই খোলা যাবে ব্যাংক অ্যাকাউন্ট

অনলাইন ডেস্ক

মুখাবয়ব দেখিয়েই খোলা যাবে ব্যাংক অ্যাকাউন্ট

প্রতীকী ছবি

বিশ্বে সিঙ্গাপুরই প্রথম দেশ যারা জাতীয় পরিচয় নিশ্চিতে ফেশিয়াল ভেরিফিকেশন সিস্টেম চালু করেছে। এরইমধ্যে দেশটির কর কার্যালয়ে, বহুজাতিক ব্যাংক ডিবিএস এ সিস্টেমটি চালু করা হয়েছে। এ সিস্টেম ব্যবহার করে গ্রাহকরা অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে। সারা দেশব্যাপী এ সিস্টেম চালুর পদক্ষেপ নিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

ফেশিয়াল ভেরিফিকেশন সিস্টেমের মাধ্যমে শুধু ব্যক্তির পরিচয়ই নির্ধারণ করে না, সে যে উপস্থিত আছে সেটিও নিশ্চিত করা সম্ভব। 

সিঙ্গাপুরের প্রযুক্তি সংস্থা জানিয়েছে, দেশের ডিজিটাল অর্থনীতে এ সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে ব্যক্তিগত গোপনীয়তাও রক্ষিত হবে। কারণ এতে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে না।  

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর