৬ ডিসেম্বর, ২০২২ ১২:১২

যুক্তরাষ্ট্রে নিজেদের প্ল্যাটফর্ম থেকে সংবাদ সরিয়ে নেওয়ার হুমকি মেটার

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে নিজেদের প্ল্যাটফর্ম থেকে সংবাদ সরিয়ে নেওয়ার হুমকি মেটার

নতুন আইন পাশ হলে যুক্তরাষ্ট্রে নিজেদের প্ল্যাটফর্ম থেকে সংবাদ সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা। নতুন আইনটির নাম জার্নালিজম কম্পিটিশন অ্যান্ড প্রিজারভেশন অ্যাক্ট (জেসিপিএ)। কংগ্রেসে আইনটি উত্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের সিনেটর অ্যামি ক্লোবুচার।

বিবিসি জানিয়েছে, আইনটি পাশ হলে সংবাদ সংস্থাগুলো ফেসবুকে শেয়ার হওয়ার কন্টেন্টের ফির বিষয়ে দরকষাকষির ক্ষেত্রে আরও বেশি ক্ষমতার অধিকারী হবে।

একই রকম আইন পাশ করেছিল অস্ট্রেলিয়াও। গত বছর সেই আইন পাশের জের ধরে ফেসবুক অস্ট্রেলিয়ার সংবাদ তাদের প্ল্যাটফর্ম থেকে কিছু সময়ের জন্য সরিয়ে নিয়েছিল।

মেটার দাবি, নিউজ আউটলেটগুলোর পাঠক কমে যাচ্ছে। এই পরিস্থিতিতে আরও বেশি পাঠকের কাছে পৌঁছাতে নিউজ আউটলেটকে সুযোগ করে দিচ্ছে তারা। প্রকাশকরা তাদের সংবাদ ফেসবুকে শেয়ার করে কারণ তারাও এটা থেকে সুবিধা পায়। 

সূত্র : বিবিসি

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর