বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

গুগল ম্যাপ জানাবে কোন রুটে কত টোল

রকমারি ডেস্ক

গুগল ম্যাপ জানাবে কোন রুটে কত টোল

সম্প্রতি নতুন কয়েকটি ফিচার যুক্ত হয়েছে গুগল ম্যাপে। এর মধ্যে একটি আকর্ষণীয় ফিচার হলো- টোলের খরচ। কোনো সফরের আগে গুগল ম্যাপে কোথা থেকে যাচ্ছেন এবং কোথায় যাবেন, সেটার নাম লিখে দিলে যাত্রা শুরুর আগেই হিসাব করে খরচের পরিমাণ বলে দেবে ম্যাপ। এ ছাড়া টোল-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও আপনার স্ক্রিনে ভেসে উঠবে। স্থানীয় টোল কর্তৃপক্ষের সাহায্যেই এই তথ্য দেওয়া হবে। গুগল জানিয়েছে, আপাতত ভারত, আমেরিকা, জাপান ও ইন্দোনেশিয়ার টোল প্লাজার সঙ্গে যুক্ত হয়ে ফিচারটি চালু করা হবে। চলতি মাসেই অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা পাবেন।                  

সর্বশেষ খবর