শিরোনাম
বুধবার, ১৮ মে, ২০২২ ০০:০০ টা

জলজ উদ্ভিদের শক্তিতে চলেছে কম্পিউটার!

রকমারি ডেস্ক

জলজ উদ্ভিদের শক্তিতে চলেছে কম্পিউটার!

শৈবাল বা জলজ উদ্ভিদের মাধ্যমে সংগৃহীত বিদ্যুৎ শক্তিতে এক বছর কম্পিউটার চালিয়েছেন ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের বিজ্ঞানীরা। গবেষকরা জানান, ‘‘শৈবালের মাধ্যমে কম্পিউটারের বিদ্যুৎ চাহিদা মেটানোর ডিভাইসটি আকারে ‘ডাবল এ (AA)’ ব্যাটারির সমান। গবেষকরা এতে ‘সিনেকোসিস্টেস’ নামের নীলচে-সবুজ শৈবালের প্রজাতি ব্যবহার করেছেন। যা প্রাকৃতিকভাবেই ফটোসিনথেসিসের মাধ্যমে সূর্য থেকে শক্তি সংগ্রহ করে। গবেষকদের বিশ্বাস, এই প্রযুক্তির নির্ভরযোগ্য ও পুনঃনবায়নযোগ্য উপায়ে আকারে ছোট ডিভাইসের বিদ্যুৎ চাহিদা মেটানোর সম্ভাবনা আছে। ডিভাইসটি বানাতে সহজলভ্য, সস্তা ও রিসাইকেল করা যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে।

অর্থাৎ এই প্রযুক্তির বারবার নকল করে ‘ইন্টারনেট অফ থিংস’-এর অংশ হিসেবে বিপুল সংখ্যক ছোট ছোট ডিভাইস চালানো সম্ভব,” বলে দাবি করেছেন গবেষক দল। ‘ইন্টারনেট অফ থিংস’ সাধারণত স্মার্টওয়াচের মতো ছোট ছোট ডিভাইসের একটি নেটওয়ার্ককে বোঝায়। অল্প বিদ্যুৎ শক্তি খরচ করে ডেটা সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে ইন্টারনেটের মাধ্যমে ডেটা শেয়ার করে ডিভাইসগুলো।

সর্বশেষ খবর