মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চাঁদে যাচ্ছে আরব আমিরাতের রশিদ রোভার যান

চাঁদে যাচ্ছে আরব আমিরাতের রশিদ রোভার যান

আরব আমিরাতের তৈরি মহাকাশযান পাঠানো হয়েছে চাঁদের উদ্দেশ্যে। ‘রশিদ রোভার’ নামে ওই মহাকাশ যান চাঁদের বুকে নেমে তুলে আনবে মাটি। যা পরে গবেষণার কাজে লাগানো হবে। সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানেভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে স্থানীয় সময় ‘রশিদ রোভার’টি নিয়ে চাঁদে যাত্রা করে স্পেসএক্স ফ্যালকন-৯ রকেট। আশা করা হচ্ছে, ২০২৩ সালের এপ্রিলে চাঁদের বুকে নামবে। যানটি চাঁদের উত্তর-পূর্বাঞ্চলীয় অ্যাটলাস ক্রেটারে অবতরণ করবে এবং অবতরণের চাঁদের ভূপৃষ্ঠ ছুঁয়ে এক চন্দ্রদিবস (পৃথিবীর প্রায় ১৫ দিন) ওই জায়গাতেই অবস্থান করবে। এ সময় রোভারটি চাঁদের রাতের আবহাওয়ায় খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করবে। ওই সময়টিতে চাঁদের বুকে রাতের বেলার তাপমাত্রা মাইনাস ১৮৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ২০১৭ সাল থেকে চেষ্টা চালিয়ে নিজস্ব প্রযুক্তিতে মাত্র ১০ কেজি ওজনের চার চাকার চন্দ্রযানটি তৈরি করতে সক্ষম হয় আমিরাতি টিম।

লেখা : টেকনোলজি ডেস্ক

সর্বশেষ খবর