সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ল্যাপটপের জন্য দ্রুতগতির এসএসডি

ল্যাপটপের জন্য দ্রুতগতির এসএসডি

ডেস্কটপ ও ল্যাপটপের কার্যক্ষমতা বাড়ানোর জন্য পরবর্তী প্রজন্মের দ্রুতগতিসম্পন্ন সলিড স্ট্রেট ড্রাইভ (এসএসডি) তৈরিতে কাজ করছে স্যামসাং। নিত্যদিনের কাজগুলো যেন আরও দ্রুত ও কম সময়ে করা যায় সেটিই নতুন এসএসডি তৈরির মূল লক্ষ্য। পিএম৯সিওয়ানএ প্রযুক্তিতে পিসিআইই ৪.০ এক্সপ্যানশন বাস ব্যবহার করা হবে, যা দ্রুতগতিতে কাজ সম্পাদনে সহায়তা করবে। পুরনো প্রযুক্তির পরিবর্তে নতুন ড্রাইভে স্যামসাংয়ের ৫ ন্যানোমিটার প্রসেস নোডভিত্তিক সেভেন জেনারেশনের ভি ন্যান্ড প্রযুক্তি থাকবে। সহজ কথায় নতুন প্রযুক্তি এসএসডিগুলো আগের ভার্সনগুলোর তুলনায় কাজ সম্পাদনে আরও গতিশীল ও বিদ্যুৎসাশ্রয়ী হবে। স্যামসাংয়ের দাবি ভবিষ্যতে যে এসএসডি ড্রাইভ আসতে যাচ্ছে তার সিকোয়েন্সিয়াল রিড স্পিড হবে প্রতি সেকেন্ডে ৬ হাজার মেগাবাইট। অন্যদিকে রাইট স্পিড হবে প্রতি সেকেন্ডে ৫ হাজার ৬০০ মেগাবাইট, যা আগের পিএম৯বিওয়ান এসএসডির তুলনায় দ্বিগুণ বেশি।

সর্বশেষ খবর