ইলন মাস্কের মালিকানায় আসার পর থেকে সমালোচনা পিছু ছাড়ছে না টুইটারের। টুইটারের জন্য মাস্কের খরচ হয় ৪৪ বিলিয়ন ডলার। এরপর থেকেই টালমাটাল অবস্থা লেগেই রয়েছে ওই মাইক্রো ব্লগিং সাইটে। ব্লু ব্যাজ নিতে এখন অর্থ খরচ করে সাবস্ক্রিপশন নিতে হয়। তবে এবার ব্যবহারকারীদের আয়ের পথও খুঁজে দিচ্ছে টুইটার। এবার থেকে টুইটার ব্যবহারকারীরা তাদের কনটেন্টের জন্য সাবস্ক্রিপশন চাইতে পারবেন। এজন্য একটি বিশেষ সেটিংস রাখা হবে যা ‘মনিটাইজেশন’ ট্যাবের মাধ্যমে ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা এ প্লাটফরম থেকে অ্যান্ড্রয়েড এবং আইওএস লেভি ছাড়া বাকি সব অর্থই পাবেন। এ পরিকল্পনা গ্রহণ করলে টুইটার প্রথম ১২ মাসের জন্য কোনো ছাড় দেবে না। মাস্ক জানিয়েছেন আইওএস ব্যবহারকারীদের কাছ থেকে ৭০ শতাংশ এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছ থেকে ৩০ শতাংশ অর্থ দাবি করা হবে। তবে ওয়েব ভার্সনের জন্য সর্বোচ্চ ৯২ শতাংশ অর্থ নেওয়া হতে পারে। তিনি দাবি করেছেন, পেমেন্ট প্রসেসরের ভিত্তিতে বিষয়টির উন্নতি করা যেতে পারে। মাস্ক আরও জানিয়েছেন, প্রথম বছরের পরে আইওএস এবং অ্যান্ড্রয়েডের ফি ১৫ শতাংশ কমিয়ে দেওয়া হবে। ভলিউমের ওপর ভিত্তি করে খুব সামান্য পরিমাণ ফি দিতে হবে, তার বিনিময়ে কন্টেন্ট ক্রিয়েটাররা ফলোয়ারদের থেকে অর্থ সংগ্রহ করতে পারবেন। মাস্ক বলেন, আমাদের লক্ষ্যই হলো প্রডিউসারের লাভের হার বৃদ্ধি করা। পাশাপাশি মাস্ক এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, ব্যবহারকারীরা যে কোনো সময় টুইটার প্ল্যাটফরম ছেড়ে দিতে পারেন, সরিয়ে নিতে পারেন তাদের কনটেন্ট। টুইটার ব্যবহারকারীরা সহজে প্রবেশ এবং প্রস্থানের সুযোগ পাবেন।
শিরোনাম
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ