নিকোলা টেসলা ১০ জুলাই ১৮৫৬ সালে অস্ট্রিয়ান সাম্রাজ্যের (বর্তমান ক্রোয়েশিয়া) সামরিক সীমান্তের উইলহীন স্মিলজান গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকেই নিকোলা টেসলা মেধাবী এবং বুদ্ধিমান ছিলেন। নিকোলা টেসলার পিতা একজন পাদ্রী ছিলেন। ১৮৮০ দশকের গোড়ার দিকে নতুন বৈদ্যুতিক শক্তি শিল্পে কন্টিনেন্টাল এডিসনে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছিলেন। ১৮৮৪ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, সেখানে তিনি স্থায়ী নাগরিক হয়ে ওঠেন। সেই সময় আমেরিকায় থমাস এডিসন লাইট বাল্ব আবিষ্কার করে ফেলেছিল এবং তার তৈরি সরাসরি বিদ্যুতের প্রযুক্তি নিয়ে কাজ করছিল। সেই সময় থমাস এডিসনের সরাসরি বিদ্যুৎ প্রযুক্তি চমৎকার থেকে কিছু কম ছিল না। কিন্তু এ প্রযুক্তিতে কিছু কম ছিল। এরপর নিকোলা টেসলা এডিশনের ডিসি প্রজেক্টের (সরাসরি বিদ্যুৎ) ওপর কাজ করা শুরু করে দেয়। খুব দ্রুত নিকোলা টেসলা এডিশনের ডিসি বা ডাইরেক্ট কারেন্ট প্রযুক্তির দুর্বলতা দূর করতে সক্ষম হন। কিন্তু তিনি এডিসনের কাছ থেকে আর্থিক দিক দিয়ে কিছু প্রতারিত হন। এ সময় নিকোলা টেসলা তার পরিবর্তী বিদ্যুৎ প্রযুক্তি নিয়ে কাজ করতে চাইছিলেন, তাই তিনি গ্রুপ অব ইনভেস্টারের সাহায্যে তার নিজের গবেষণাগার নির্মাণ করেন। এ ল্যাবে তৈরি হয়েছিল নানা রকম এ সি বৈদ্যুতিক মোটর এবং এ সি বৈদ্যুতিক যন্ত্রাংশ। আগে ডিসি কারেন্ট ব্যবহার হতো যা বেশি দূরত্বে পৌঁছানো সম্ভব ছিল না। কিন্তু পরবর্তীতে নিকোলা টেসলার অল্টারনেটিভ কারেন্ট বা এ সি কারেন্ট প্রযুক্তির মাধ্যমে তারের মাধ্যমে বিদ্যুৎ উৎপত্তিস্থল থেকে বহুদূরে পৌঁছানো সম্ভব হয়েছিল। টেসলা কয়েল নিকোলা টেসলারই আবিষ্কার ছিল। এরপর তিনি অক্সিলেটার নামের একটি যন্ত্র নির্মাণ করেন যা বিদ্যুৎ তৈরি করত এবং যার বিদ্যুৎ শক্তি ছিল ভয়ংকর। এরপর ১৮৯৮ সালে তিনি একটি রেডিও সিগন্যাল দ্বারা পরিচালিত একটি মডেল বোট বা নৌকা বানান। যা সেই সময় এর তুলনায় অনেকটাই অদ্ভুত ও অসাধারণ বস্তু ছিল। তারের মাধ্যম ছাড়াই এক স্থান থেকে আরেক স্থানে বিদ্যুৎকে পাঠানো যায়, এ প্রযুক্তিতে টেসলা কাজ করতে চাইলেও তা সম্পূর্ণ হয়নি। একটি যন্ত্রের ধারণা দিয়েছিলেন যা দেখতে হুবহু ইউ এফ ওর মতো। এ ছাড়াও তার ছিল কিছু অদ্ভুত আবিষ্কার। আর এ অদ্ভুত আবিষ্কারগুলোর জন্যই তাকে রহস্যময় বিজ্ঞানী বলা হতো। তার উল্লেখযোগ্য আবিষ্কারগুলোর মধ্যে বিশিষ্ট ছিল এসি কারেন্ট বা পরিবর্তী বিদ্যুৎ প্রযুক্তি। যা নতুন রূপ গড়ে দিয়েছে আজকের সমাজের।
শিরোনাম
- প্রাথমিকে দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দবগুড়ার মোস্তফা কামাল
- জাবি শিক্ষার্থীদের হেপাটাইটিস 'বি' ভ্যাকসিন প্রদানের উদ্যোগ
- সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি, দাবি রিপোর্টে
- গরমে বেড়াতে বের হলে সঙ্গে রাখুন ৬ জরুরি জিনিস
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি’
- খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কানাডায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপিত
- ঢাকার প্রতিটি থানা হবে জনগণের: ডিআইজি রেজাউল
- তিন দাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা শাহবাগে
- মন্সিগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৪
- তীব্র গরমে আজও পুড়বে ঢাকাসহ আট জেলা
- এপ্রিলে সড়কে ৫৯৩ দুর্ঘটনায় নিহত ৫৮৮ : রোড সেফটি ফাউন্ডেশন
- উলিপুরে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ এখনও উদ্ধার হয়নি
- ভারতে বাংলাদেশি প্রবাসী সাংবাদিক ও সোশ্যাল অ্যাক্টিভিস্টদের ইউটিউব চ্যানেলও বন্ধ
- আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল চায় এনসিপি
- যুদ্ধবিরতিকে ‘ঐতিহাসিক বিজয়’ বললেন পাক প্রধানমন্ত্রী
- মাদককাণ্ডে কারাদণ্ডের পরিবর্তে ম্যাকগিলকে অন্যরকম শাস্তি
- গুরুদাসপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ২
- গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সিনেমা জগতের কাউকে বিয়ে করতে চাননি মাধুরীর স্বামী
একজন নিকোলা টেসলা
টেকনোলজি ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর