টানা কয়েক দিন হামলা-পাল্টা হামলার পর গতকাল শনিবার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান নাটকীয়ভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়। এ সিদ্ধান্তকে ‘অত্যন্ত প্রশংসনীয়’ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি।
ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়।
এএফপি জানায়, ডেভিড ল্যামি এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করা এক বার্তায় লিখেছেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে আজকের যুদ্ধবিরতি ‘অত্যন্ত প্রশংসনীয়’। আমি উভয় পক্ষকে এই অবস্থা ধরে রাখার আহ্বান জানাই। উত্তেজনা প্রশমনই সবার স্বার্থ।’
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত ও পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এক্স হ্যান্ডলে এ কথা জানান।
ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। শুভবুদ্ধির ব্যবহার করে দুই পক্ষ এ সিদ্ধান্তে আসায় তাদের অভিনন্দন।’
ট্রাম্পের এই ঘোষণার পরপর পাকিস্তান ও ভারতের পক্ষ থেকেও যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা জানানো হয়। দুই দেশই জানায়, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে। পেহেলগাঁওয়ে হামলাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তে উত্তেজনা শুরু হয়।
বিডি প্রতিদিন/নাজিম