কুমিল্লার লালমাই পাহাড় এলাকায় দুই কিলোমিটার সড়ক সংস্কারে পাল্টে যাবে কোটবাড়ির সঙ্গে চার উপজেলার যাতায়াত ব্যবস্থা। কুমিল্লার কোটবাড়ি-বিজয়পুর সড়কের রাজারখলা বটতলী বাজার থেকে একটি সড়ক চ-িমুড়া-রতনপুর সড়কের বড় ধর্মপুর গিয়ে মিলেছে। এই দুই কিলোমিটার সড়কের মধ্যে এক কিলোমিটার কাঁচা, বাকি এক কিলোমিটার পাকা তবে ভাঙা। সড়কটি সংস্কার হলে শিক্ষা ও বিনোদন নগরী কোটবাড়ি ও কুমিল্লা নগরীতে কুমিল্লা সদর, সদর দক্ষিণ, লালমাই ও বরুড়া উপজেলার লোকজনের যাতায়াত সহজ হবে। স্থানীয়রা জানান, বটতলী বাজার সংলগ্ন কোটবাড়ি-বিজয়পুর সড়ক থেকে চ-িমুড়া-
রতনপুর সড়কের বড় ধর্মপুর দিয়ে হাজারো মানুষ চলাচল করে। এই সড়ক সংলগ্ন বিভিন্ন সড়ক দিয়ে কুমিল্লার চার উপজেলার লোকজন চলাচল করে। বটতলী বাজার থেকে কাইচ্ছাখলা হয়ে বড় ধর্মপুর সড়কটি সংস্কার করা হলে যোগাযোগে নতুন দিগন্তের সৃষ্টি হবে। বড় ধর্মপুরের রবিউল আওয়াল ও কাইচ্ছাখলা গ্রামের আবুল কাসেম বলেন, বর্ষা মৌসুমে এই রাস্তায় চলাচল করা যায় না। এই রাস্তাটি সংস্কার হলে পাহাড়ের মানুষ অনেক উপকৃত হবে। এ ছাড়া কুমিল্লা নগরী থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগুরঝুলি, নন্দনপুর ও বেলতলী বিশ্বরোড দিয়ে কোটবাড়ি, চ-িমুড়া হয়ে বাগমারা কিংবা বরুড়া যাওয়া যাবে। এতে সময় বাঁচবে ও দূরত্ব কমে যাবে। পাশের বিজয়পুর ইউনিয়ন চেয়ারম্যান খোরশেদ আলম খোকা বলেন, ভাঙা থাকায় এলাকাবাসীকে দুর্ভোগে পড়তে হচ্ছে। রাস্তাটি সংস্কারের প্রয়োজন রয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে জানিয়েছি। সদর দক্ষিণ উপজেলার উপজেলা প্রকৌশলী খন্দকার মাহমুদুল আশরাফ বলেন, সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি দ্রুত টেন্ডারে যেতে পারব।
শিরোনাম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
সামান্য সংস্কারে মিলবে অসামান্য ফল
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর