কুমিল্লার লালমাই পাহাড় এলাকায় দুই কিলোমিটার সড়ক সংস্কারে পাল্টে যাবে কোটবাড়ির সঙ্গে চার উপজেলার যাতায়াত ব্যবস্থা। কুমিল্লার কোটবাড়ি-বিজয়পুর সড়কের রাজারখলা বটতলী বাজার থেকে একটি সড়ক চ-িমুড়া-রতনপুর সড়কের বড় ধর্মপুর গিয়ে মিলেছে। এই দুই কিলোমিটার সড়কের মধ্যে এক কিলোমিটার কাঁচা, বাকি এক কিলোমিটার পাকা তবে ভাঙা। সড়কটি সংস্কার হলে শিক্ষা ও বিনোদন নগরী কোটবাড়ি ও কুমিল্লা নগরীতে কুমিল্লা সদর, সদর দক্ষিণ, লালমাই ও বরুড়া উপজেলার লোকজনের যাতায়াত সহজ হবে। স্থানীয়রা জানান, বটতলী বাজার সংলগ্ন কোটবাড়ি-বিজয়পুর সড়ক থেকে চ-িমুড়া-
রতনপুর সড়কের বড় ধর্মপুর দিয়ে হাজারো মানুষ চলাচল করে। এই সড়ক সংলগ্ন বিভিন্ন সড়ক দিয়ে কুমিল্লার চার উপজেলার লোকজন চলাচল করে। বটতলী বাজার থেকে কাইচ্ছাখলা হয়ে বড় ধর্মপুর সড়কটি সংস্কার করা হলে যোগাযোগে নতুন দিগন্তের সৃষ্টি হবে। বড় ধর্মপুরের রবিউল আওয়াল ও কাইচ্ছাখলা গ্রামের আবুল কাসেম বলেন, বর্ষা মৌসুমে এই রাস্তায় চলাচল করা যায় না। এই রাস্তাটি সংস্কার হলে পাহাড়ের মানুষ অনেক উপকৃত হবে। এ ছাড়া কুমিল্লা নগরী থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগুরঝুলি, নন্দনপুর ও বেলতলী বিশ্বরোড দিয়ে কোটবাড়ি, চ-িমুড়া হয়ে বাগমারা কিংবা বরুড়া যাওয়া যাবে। এতে সময় বাঁচবে ও দূরত্ব কমে যাবে। পাশের বিজয়পুর ইউনিয়ন চেয়ারম্যান খোরশেদ আলম খোকা বলেন, ভাঙা থাকায় এলাকাবাসীকে দুর্ভোগে পড়তে হচ্ছে। রাস্তাটি সংস্কারের প্রয়োজন রয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে জানিয়েছি। সদর দক্ষিণ উপজেলার উপজেলা প্রকৌশলী খন্দকার মাহমুদুল আশরাফ বলেন, সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি দ্রুত টেন্ডারে যেতে পারব।
শিরোনাম
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান
সামান্য সংস্কারে মিলবে অসামান্য ফল
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর