বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

এক্সফ্লোয়েশনে ত্বকের কী ক্ষতি!

এক্সফ্লোয়েশন; রূপচর্চার গুরুত্বপূর্ণ ধাপ। মূলত এক্সফ্লোয়েশনের মাধ্যমে ত্বকের মৃত কোষ দূর করে ফিরিয়ে আনা হয় উজ্জ্বলতা। তবে অতিরিক্ত এক্সফ্লোয়েশন যে ত্বকের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে তা অনেকেরই অজানা।

 

কী কী ক্ষতি হয়?

ঘন ঘন এক্সফলিয়েটর ব্যবহার করা ত্বকের সুরক্ষার স্তর দুর্বল করে দেয়। তাছাড়া ত্বক এক্সফলিয়েট করতে কোন ধরনের পণ্য এবং কী উপায়ে ব্যবহার করা হচ্ছে, তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভুল পণ্য ও সঠিক ধারাবাহিকতার অভাবে ত্বক অতিরিক্ত এক্সফলিয়েট হয়ে যেতে পারে। এর ফলে ত্বকের সংবেদনশীলতা বৃদ্ধি, লালচেভাব এবং অনেক ক্ষেত্রে পোড়াভাব ও দাগছোপও দেখা দিতে পারে।

 

অতিরিক্ত এক্সফলিয়েট হওয়া ত্বককে রক্ষা করার উপায়

*  রেটিনয়েড, ফোমিং ফেস ওয়াশ এবং রুক্ষ ফেইশল স্ক্রাব ব্যবহারে সচেতন হতে হবে। এর পরিবর্তে ফোম তৈরি করে না- এমন মৃদু ফেসওয়াশ ব্যবহার ত্বকের সমস্যা কমাতে সহায়তা করে।

* অ্যালোভেরা জেল বা কাঁচা অ্যালোভেরা ব্যবহারে ত্বকে লালচেভাব কমায় এবং আরাম দেয়। আর্দ্রতা রক্ষাকারী পণ্য যেমন- হায়ালুরনিক অ্যাসিড, গ্লিসারিন ও শিয়া বাটার ত্বকের জন্য উপকারী।

* সুগন্ধিহীন, মৃদু ফেসওয়াশ এবং আর্দ্রতা রক্ষাকারী হালকা ময়েশ্চারাইজার ও এসপিএফ ত্বক ভালো রাখতে সহায়তা করে।

 

তথ্যসূত্র : ভ্যানিটি ফেয়ার

সর্বশেষ খবর