ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে (এফএইচ হল) চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে শুক্রবার অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনে তোফাজ্জলের হত্যার সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে। নিহত তোফাজ্জলের গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটায়। মানববন্ধনের আয়োজক ছিলেন ‘ঢাকাস্থ পাথরঘাটার শিক্ষার্থীবৃন্দ’।
মানববন্ধনে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসরীন সুলতানা বলেন, তোফাজ্জল শুধু পাথরঘাটার সন্তান নন, তিনি এই স্বাধীন দেশের নাগরিক। আমরা আর কোনো তোফাজ্জলকে এভাবে হারাতে চাই না। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন ন্যায়বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেলাল হোসেন বলেন, তোফাজ্জলের মতো নিষ্ঠুর হত্যাকাণ্ড আমরা আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেখতে চাই না। আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।
গত বুধবার রাতে ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে কয়েকজন শিক্ষার্থী হলের অতিথিকক্ষে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাকে মারধর করা হয়। পরে তাকে হলের ক্যানটিনে নিয়ে খাবার খাওয়ানো হলেও পুনরায় মারধর করা হয়। গভীর রাতে হলের আবাসিক শিক্ষকদের মাধ্যমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল