বর্ণাঢ্য র্যালি, ইন্ডাস্ট্রিয়াল টক, আইটি অলিম্পিয়াডসহ কম্পিউটার বিজ্ঞানের নানা অনুষঙ্গ নিয়ে গ্রিন ইউনিভার্সিটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী সিএসই কার্নিভাল-২০২৪।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত এই উৎসব শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে এক মিলনমেলায় রূপ নেয়।
কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে সিএসই বিভাগের চেয়ারম্যান চেয়ারপার্সন ড. মুহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ। অনুষ্ঠানে ওমানের মিলিটারি টেকনোলজি কলেজ ইন মাসকটের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রাইসুদ্দিন আহমেদ কি-নোট স্পিকার ও স্যামসাংয়ের টেক ম্যানেজমেন্ট অ্যান্ড ইনোভেশন হেড নিজাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ