বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে। শিক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে যা যা করার প্রয়োজন, তাই করা হবে। বাংলাদেশকে উন্নত বিশ্বে পরিণত করতে হলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।
শুক্রবার সকালে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর সম্মেলন কক্ষে এমএড ২০২৪ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, ১৭ বছরে শিক্ষার ক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল। এই সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার মহাপরিচালক অতিরিক্ত সচিব আব্দুল মালেক। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন একাডেমীর অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এডুকেশনের ডিন প্রফেসর ড. লাভলী আক্তার ডলি, বাউবি বগুড়ার আঞ্চলিক পরিচালক কমলেন্দু বর্মন।
উল্লেখ্য, পদার্থবিজ্ঞানী প্রফেসর ওবায়দুল ইসলামের উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার মাঠ পর্যায়ে প্রথম সফর হিসেবে বগুড়ায় আগমন।
বিডি প্রতিদিন/এমআই