মৌলভীবাজারের জুড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত সিএনজিচালিত অটোরিকাশাচালক লিটন মিয়ার (২৯) মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে জুড়ী-ফুলতলা সড়কের সমাইবাজারে এ দুর্ঘটনা ঘটেছে।
লিটন উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা রেনু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ফুলতলা বাজারে মাছ বিক্রি করে দুই ব্যবসায়ী লিটনের অটোযোগে জুড়ী উপজেলা সদরে আসছিলেন। পথিমধ্যে সমাইবাজারের সেতুতে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে সেতুর স্টিলের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে চালকসহ তিনজন গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে লিটনকে দ্রুত সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বিডি প্রতিদিন/আরাফাত