কোনো ব্যক্তি বা গোষ্ঠী মামলার বিষয়ে চাপ দিলে রংপুরের ছাত্র জনতা তাকে বা তাদের একতাবদ্ধ হয়ে প্রতিহত করবে। আদালতের কাছে অনুরোধ কোনো নিরাপরাধ ব্যক্তি যেন কাঠগড়ায় না দাঁড়ান।
শনিবার রাতে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান রংপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বলা হয়, আবু সাঈদের রক্তে রঞ্জিত রংপুরের এই ভূমিতে কোনো স্বার্থান্বেষী মহল বা সন্ত্রাসীরা কোনো ধরনের অপকর্ম করলে তা প্রতিহত করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর সব সময় প্রস্তুত থাকবে।
একটা বিষয় সবার হয়তো নজরে এসেছে যে, রংপুরে যারা শহিদ হয়েছেন তাদের পরিবার যে মামলাগুলো করেছে। এতে করে অনেকে চাপে পড়ে কিছু মামলায় নিরাপরাধ ব্যক্তিদের নামও যোগ করেছে, তাদের বিভিন্নভাবে অর্থ ও বিভিন্ন প্রলোভন দিয়ে প্রভাবিত করেছে একটি গোষ্ঠী। যা একটি দেশের সুশাসনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যথেষ্ট। ছাত্র জনতার বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলন এখনো শেষ হয়নি। সমাজের যেখানে অন্যায়, অনিয়ম সংঘঠিত হবে, সেখানেই আমাদের প্ল্যাটফর্ম দায়িত্ব নিয়ে তা সমাধানে সচেষ্ট থাকবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে রংপুরে একটা বিষয় খুব লক্ষণীয় যে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে জোর করে বা স্বেচ্ছায় প্রতিষ্ঠানের প্রধানরা পদত্যাগ করছেন। আন্দোলন করা সকলের গণতান্ত্রিক অধিকার, যেকোনো বৈধ আন্দোলনকে আমরা সমর্থন করছি। তবে যদি অবৈধভাবে বা বেআইনিভাবে কোনো গোষ্ঠী এরকম কাজ করে, এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্ট যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই বিষয়টিকে সমর্থন করে না। অনেক জায়গা থেকে এমনও তথ্য পেয়েছি যে, অনেকে ব্যক্তিগত আক্রোশ থেকে শিক্ষার্থীদের এমন কাজে লিপ্ত করাচ্ছেন। কেউ যদি অন্যায়, দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে তাহলে সেই শিক্ষকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা জরুরি ভিত্তিতে নেওয়া উচিত। সে বিষয়ে আমরা সহযোগিতা করব।
সংবাদ সম্মেলনে আরও আহ্বান করা হয়, যদি কোনো ব্যক্তি বা মহল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কোনো অবৈধ স্বার্থ হাসিলের চেষ্টা করে তাহলে আপনারা আইন প্রয়োগকারী সংস্থাকে তার বিরুদ্ধে জানান। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে অপকর্ম করছেন, এই দায় সম্পূর্ণ তার।
বর্তমানে দেশের ১২ জেলায় যে বন্যা হচ্ছে। তা রাজনৈতিক প্রতিহিংসার বলি বলে আমরা মনে করি। এই দুর্যোগে মানুষের কষ্ট কিছুটা লাঘবে আমাদের প্ল্যাফর্ম সারাদেশে কাজ করছে। তার ধারাবাহিকতায় রংপুরে আমরা গণত্রাণ কার্যক্রম করে আসছি। এতে রংপুরবাসীর কাছে আহ্বান আপনারা আপনাদের সাধ্যমতো শুকনো খাবার, পানি, ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহায়তা করবেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সমন্বয়ক ইমরান আহমেদ, মোতাওয়াক্কীল বিল্লাহ শাহ, ইমতিয়াজ আহম্মদ ইমতি, আলী হোসাইন, আরাফাত, নাহিদ, মাহির ফয়সাল, ডা. লিমন পাঠান, রিনা মুরমু। এ ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই