নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের উদ্যোগে সকল ধর্মের নেতৃবৃন্দের সাথে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের লাউঞ্জরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, ‘এদেশ আমাদের। আমরা সবাই মিলে এদেশ রক্ষায় এগিয়ে আসবো। আমরা কারও রাজনৈতিক হাতিয়ার হবো না। যারা ধর্মপরায়ণ তারা কখনও সাম্প্রদায়িক হতে পারে না। আমাদের বন্ধন যেন অটুট থাকে। বিভিন্ন সময়ে দেশে যেসব ঘটনা ঘটেছে সবসময় তা রাজনৈতিক কারণে ঘটেছে। ধর্মীয় কারণে কোনো ঘটনা ঘটেনি। আমাদের মধ্যে যেন সম্প্রীতি নষ্ট না হয় সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি দ্বীন ইসলাম, মহানগর সহ সভাপতি নুর হোসেন, জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি মামুন ফেরদৌস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার, মহানগর সভাপতি বিষ্ণুপদ সাহা ও সাধারণ সম্পাদক সুশিল দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/জামশেদ