অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড ও সহিংসতা’ প্রতিহতে মাঠে থাকার অঙ্গীকার করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির জরুরি সভায় নেতারা এই অঙ্গীকার করেন। মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ মহানগর নেতারা বক্তব্য রাখেন।
এ সময় কোটা আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সন্ত্রাস-সহিংসতা প্রতিরোধে মহানগর নেতাদের ভূমিকা নিয়েও আলোচনা হয়।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা বলেন, সকল বিভক্তি ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে জামায়াত-বিএনপিকে মোকাবিলা করা হবে। এই সশস্ত্র হামলাকারী সন্ত্রাসীদের প্রতিরোধে আওয়ামী লীগের নেতৃত্বে সহযোগী-ভাতৃপ্রতীম সংগঠনের সকল নেতাকর্মী মাঠে থাকবেন।