বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ধরনের আপসের সুযোগ নেই। তাই গোটা দেশ ঐক্যবদ্ধ। গতকাল প্রেস ক্লাবের সামনে বাংলাদেশবিরোধী ভারতের অপতৎপরতা ও আগ্রাসনের বিরুদ্ধে জাগপা আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তিনি ভারতের সরকার ও কতিপয় রাজনৈতিক দল বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেন।
ভারত শুধু পতিত স্বৈরাচারকে আশ্রয়ই দেয়নি, সেখানে বসে রাজনীতি করার সুযোগ দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এ শীর্ষ নেতা।
তিনি আরও বলেন, ভারতে বসে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে পতিত সরকার। নানান ধরনের অপতথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা। তবে বাংলাদেশের মানুষ কোনো ধরনের সাম্প্রদায়িক উসকানিতে পা দেয়নি। কারণ এ জনপদের মানুষ অসাম্প্রদায়িক। এ সময় ভারত কতটা ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক তা নিয়েও প্রশ্ন তোলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।