চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহর পদত্যাগ দাবিতে ওয়াসা ভবন ঘেরাও করেছে বৈষম্যবিরোধী নাগরিক সমাজ নামে একটি সংগঠন। গতকাল পূর্ব ঘোষণামতে সংগঠনটি ওয়াসা কার্যালয় ঘেরাও করে। এ সময় আন্দোলনকারী ও এমডি সমর্থিত একটি গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। প্রকৌশলী ফজলুল্লাহ এ সময় কার্যালয়ে উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ওয়াসা এমডির কার্যালয়ের সামনে আন্দোলনকারীরা অবস্থান নিলে এমডির সমর্থক হিসেবে পরিচিত ২০-৩০ জনের একটি দল পাল্টা অবস্থান নেয়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতি ঘটে। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আন্দোলনকারীরা বলেন, ‘দীর্ঘদিন ধরে ওয়াসায় যে অনিয়ম চলছে, আমরা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এমডির অনিয়মের বিরুদ্ধে কথা বলায় আমাদের ওপর দুর্বৃত্তরা হামলা করেছে। রাজনৈতিক স্লোগান দিয়ে এমডি অফিসের সামনে আমাদের ওপর হামলা করা হয়।’ এর আগে রবিবার দুপুরে তাঁর পদত্যাগসহ ১৭ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী নাগরিক সমাজ। সোমবারও চার দফা দাবিতে সাত দিনের আলটিমেটাম দেয় জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল। ওয়াসার এমডি ফজলুল্লাহ বলেন, ‘সরকারের কোনো নির্দেশনা ছাড়া আমি পদত্যাগ করব না।’