বিএনপি অফিসে আগুন ও ভাঙচুর মামলায় নওগাঁর পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আবদুল গাফফারকে (৬৭) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক শিহাব করিম জানান, ৩ আগস্ট দুপুর সাড়ে ৩টায় নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গাফফারসহ ২০০/৩০০ আওয়ামী লীগ সমর্থক দেশি অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক এবং ত্রাস সৃষ্টি করে বিএনপি অফিসে অনধিকার প্রবেশ করে। পরে অফিস ভাঙচুর ও লুটপাট করে। ওই অফিসে থাকা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নথিপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ওই ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা হয়।