চট্টগ্রামের কর্ণফুলীতে মোটরসাইকেল কিনতে এসে গাড়ি নিয়ে পালিয়ে গেছে সাইফুল ইসলাম মানিক নামে এক যুবক। মোটরসাইকেলটি বিক্রি করার জন্য রেজাউল করিম নামে এক ব্যক্তি গাড়িটি ক্রেতাকে দেখাচ্ছিলেন। বৃহস্পতিবার কর্ণফুলীর মইজ্জ্যারটেকে এ ঘটনা ঘটে। গতকাল গ্রেপ্তার করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
কর্ণফুলী থানার ওসি মনির হোসেন বলেন, এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি আমলে নিয়ে থানায় একটি মামলা হয়। পরে প্রতারককে গ্রেপ্তার ও গাড়িটি উদ্ধার করা হয়।
ভুক্তভোগী রেজাউল করিম বলেন, মোটরসাইকেল কেনার জন্য টেস্ট করে দেখছিল সাইফুল। এরপর আর আসেনি। তার অপেক্ষায় পুরো রাত বসেছিলাম। পরে পুলিশের আশ্রয় নিয়েছি। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।