বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকারের সংস্কারে মানুষের মধ্যে নির্বাচনের আকাক্সক্ষা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টাকে বলেছি নির্বাচনের রোডম্যাপ দিতে। নির্বাচনমুখী সংস্কারগুলো আগে বাস্তবায়ন করতে হবে। গতকাল ’৯০-এর গণ অভ্যুত্থানে শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। ’৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য পতিত ফ্যাসিবাদ কিছুদিন পরপর প্রতিবিপ্লবের স্বপ্ন দেখে। স্বৈরাচারের দোসররা এখনো বিভিন্ন দপ্তরে রয়েছে।
বিদেশে বসে দেশে অস্থিরতা চালানোর চেষ্টা করছেন শেখ হাসিনা। কিন্তু এটি সফল হবে না। তিনি বলেন, সংবিধানে বর্তমানে যেখানে যা কিছুই থাকুক না কেন তা অকার্যকর। গণপরিষদ গঠনের কথা অপ্রাসঙ্গিক। সুতরাং এ গণপরিষদের ভাবনা যারা ভাবছেন তাদের আবারও ভাবা উচিত। গণপরিষদ গঠন কিংবা সংবিধান পুনর্লিখন নয়। বর্তমান সংবিধানে কিছু সংশোধন এনে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন সেগুলো আগে করা দরকার। আশা করি জনগণের মুক্তি এবং আইনের শাসন প্রতিষ্ঠা হয় এমন সংস্কারগুলো অন্তর্বর্তী সরকার দ্রুত করবে।