টাইমসের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে প্রথম ৮০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই দেশের একটিও! গত বছরের র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় ১ হাজারের মধ্যে থাকলেও এবার সে স্থানও ধরে রাখতে পারেনি তারা। তবে টাইমসের সর্বশেষ তালিকায় হাজারের মধ্যে আছে দেশের পাঁচটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।
যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন র্যাংকিং ২০২৫ সম্প্রতি প্রকাশিত হয়। তালিকায় শীর্ষ ১ হাজারের মধ্যে স্থান পাওয়া দেশের মাত্র পাঁচটি বিশ্ববিদ্যালয় হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি।
গত বছরের র্যাংকিংয়ে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল ব্র্যাক ইউনিভার্সিটি। এবার বিশ্ববিদ্যালয়টি সেখান থেকে সরে গেছে। এবার বিশ্ববিদ্যালয়টি আছে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অষ্টম স্থানে। বৈশ্বিকভাবে ১০০১-১২০০তম অবস্থানে আছে দেশের এই বেসরকারি বিশ্ববিদ্যালয়।
অন্যদিকে র্যাংকিংয়ে পিছিয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান। আগের র্যাংকিংগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় অবস্থানে থাকলেও এবার দেশের মধ্যে সেরা দশে নেই। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১১তম এবং বৈশ্বিকভাবে ১০০১-১২০০তম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, টাইমসের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি। আর তৃতীয় স্থানে রয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটি।