ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে জয় বাংলা স্লোগান দেওয়ায় এক আইনজীবীকে মারধর করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে সিএমএম আদালতের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী আইনজীবী এ জেড এম ফরিদুজ্জামান ‘জয় বাংলা’ স্লোগান দেন।
এ সময় বিএনপিপন্থি কয়েকজন আইনজীবী তাঁকে মারধর করেন। এ সময় তাঁকে কিলঘুসি-লাথি মারেন ক্ষিপ্ত আইনজীবীরা। পরে অন্য কয়েকজন আইনজীবী ফরিদুজ্জামানকে উদ্ধার করে নিয়ে যান।
এ বিষয়ে আওয়ামীপন্থি আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন বলেন, ‘উনার ওপর আক্রমণের কথা শুনেছি। মূলত আমরা অন্য আইনজীবীরা মামলার কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলাম। এ সময় তাঁর ওপর আক্রমণ করেছেন কয়েকজন। কে করেছেন, কারা করেছেন, আমি জানি না।’ এ বিষয়ে ভুক্তভোগী আইনজীবী কোনো বক্তব্য দিতে চাননি।