চাঁদপুর-ঢাকা নৌ-পথে লঞ্চ চলাচলের তৃতীয় দিনে ২৪টির মধ্যে ১২টি লঞ্চ চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এদিকে চাঁদপুর-ঢাকা নৌ-পথে নাশকতা প্রতিরোধের আশঙ্কায় নৌ-পুলিশ যাত্রীদের নিরাপত্তায় শরীর ও ব্যাগ তল্লাশি করে লঞ্চে উঠতে দিচ্ছেন। চাঁদপুর নৌ-বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) বছির আলী খান জানান, বুধবার চাঁদপুর নৌ-টার্মিনাল থেকে দুটি ও বৃহস্পতিবার আটটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। গতকাল সকাল থেকে নির্ধারিত সময়ে চাঁদপুর থেকে লঞ্চ চলাচল করেছে। ঢাকায় কারফিউ থাকায় চাঁদপুর থেকে বিকাল ৬টার পর কোনো লঞ্চ ঢাকা অভিমুখে ছেড়ে যায়নি। দেশের চলমান পরিস্থিতির কারণে চাঁদপুর থেকে ঢাকা ও ঢাকা থেকে চাঁদপুর দিনের আলোয় লঞ্চ চলাচল করছে। রাতে চাঁদপুর থেকে কোনো লঞ্চ ঢাকায় যাত্রা করে না। তিনি বলেন, গতকাল সকাল থেকে পূর্বনির্ধারিত সময়ে বিকাল ৬টা পর্যন্ত চাঁদপুর ঘাট থেকে ঢাকা সদরঘাটের উদ্দেশে ১২টি লঞ্চ ছেড়ে গেছে।