বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে যাওয়ার সময় যশোর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লবকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সদস্যরা। গতকাল সকাল ৯টার দিকে পাসপোর্টে এক্সিট সিল দিতে ঢুকলে সেখান থেকে তাকে আইসিপি ক্যাম্পে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি যশোর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন। নওশাদ যশোরের সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের ছেলে। বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার মিজানুর রহমান এ তথ্য জানান।