কোটা সংস্কার আন্দোলনের সময় গাইবান্ধায় আওয়ামী লীগের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে অন্তত ৭০০ জনকে। এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন ৬৫ জন। বৃহস্পতিবার গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার এসএম মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৯ জুলাই জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম ছাকা বাদী হয়ে ৭৪ জনের নাম উল্লেখ করে এবং ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা গণমাধ্যমে বলেন, মামলায় এখন পর্যন্ত ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এএ