কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে গাইবান্ধায় শোক র্যালি ও এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় বাম গনতন্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখা এ শোক র্যালির আয়োজন করে। শহরের গানাসাস মার্কেটের সামনে থেকে শুরু হয়ে শোক র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানেই ফিরে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
এসময় বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা সিপিবি'র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদের জেলা আহবায়ক গোলাম রব্বানী প্রমুখ।