ঝিনাইদহে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে সদর উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা ও উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা মাছ চাষে প্রযুক্তির ব্যবহার করে উৎপাদন বৃদ্ধিতে সরকারের দেওয়া নানা প্রযুক্তিগত সুবিধা নিতে মৎস্য চাষিদের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এমআই