পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে আনসার ও ভিডিপির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সকালে কর্মসূচির অংশ হিসেবে জেলা অফিস কার্যালয় চত্বরে বিভিন্ন উপজেলায় রোপণের জন্য গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় জেলা কমান্ড্যান্ট সোহাগ হোসেন, সার্কেল অ্যাডজুট্যান্ট ফারিহা তাবাচ্চুম, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকন উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় বৃক্ষ রোপণ অভিযানের অংশ হিসেবে ঝিনাইদহের ৬ উপজেলায় ফলজ, বনজ ও ভেষজ ৭০৭টি গাছ রোপণের জন্য বিতরণ করা হয়। এ ছাড়াও জেলা কার্যালয় চত্বরে বিভিন্ন গাছ রোপণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই