রাঙামাটিতে কেউ আইন শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন, রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
তিনি বলেন, সাধারণ মানুষের জান-মাল রক্ষা করতে পুলিশ কখনো সড়ে দাঁড়ায়নি। রাঙামাটিতে পুলিশ কখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি। এ শহরের শান্তি প্রিয় মানুষগুলো যাতে শান্তিতে থাকে তার জন্য পুলিশ সব সময় প্রস্তুত ছিল আছে থাকবে। পুলিশ যাতে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে তার জন্য সর্বস্তরের মানুষকে সহযোগিতা করার আহবান জানান তিনি।
বুধবার সকাল সাড়ে ৯টায় রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে বৈঠকে রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ এসব কথা বলেন।
এসময় রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ শাহ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল