ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু মন্ডল ও তার সহযোগীদের বিরুদ্ধে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কিছু জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে জায়গা দখল করে সেখানে ঘর তোলার কাজ চলছে। যদিও জায়গা দখলের বিষয়টি অস্বীকার করেছেন বিএনপি নেতা।
আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু অভিযোগ করে বলেন, ফরিদপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কের পাশে গজারিয়া বাজারে তার খরিদকৃত কিছু জমি রয়েছে। জমিটি নিয়ে পাশের শরীকদের সাথে সীমানা নিয়ে জটিলতা ছিল। এ নিয়ে একটি সালিশ হলে পার্শ্ববর্তী জমির মালিক তার জায়গা থেকে স্থাপনা সরিয়ে নেয়ার কথা বলে। এজন্য তাকে কিছু টাকাও দেওয়া হয়। কিন্তু টাকা নিয়েও তারা সালিশ মোতাবেক কাজ করেনি।
গত ৫ আগস্ট সরকারের পতন হলে আমার জায়গাটি জোরপূর্বক দখল করে নিয়ে সেখানে দোকান ঘর উত্তোলন করা হচ্ছে। এ নিয়ে আমার লোকজন বাধা দিতে গেলে ক্ষমতার ভয় দেখিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে বিএনপি নেতা নুরু মন্ডলের সহযোগিতায় আজিজুল মন্ডল, বজলু মন্ডল বেশ কয়েকটি দোকান ঘর উত্তোলন করছে। এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। এ বিষয়ে আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু মন্ডল জানান, তিনি কোন দখলের সাথে নেই। তার বিরুদ্ধে চেয়ারম্যান মিথ্যা অভিযোগ দিচ্ছে। যারা জমির মালিক তারাই দোকানঘর তুলছে। চেয়ারম্যানের জায়গায় কেউ দোকান ঘর তুলছে না।
বিডি প্রতিদিন/এএ