মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মূত্যু হয়েছে। নিহত সোহান সেখ (২১) উপজেলার যশলং গ্রামের বড় বাড়ির আবু বক্কর শেখের ছেলে।
সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কালিবাড়ি বাজার হতে একই উপজেলার বারৈইপাড়া এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাচিছলেন সোহন। পথমধ্যে রাউৎভোগ ব্রীজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সেতুর রেলিংয়ে ধ্বাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ওসি তদন্ত শফি উদ্দিন বলেন, সেতুর রেলিংয়ের সাথে মোটরসাইকেল নিয়ে ধাক্কা খেয়ে এক যুবকের মৃত্যূ হয়েছে। স্বজনদের কোন অভিযোগ না থাকায় তারা বিনা ময়নাতদন্তে মরদেহ নেওয়ায় আবেদন করায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম