বগুড়ায় বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বগুড়া প্রেসক্লাব চত্বরে বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন বগুড়া শাখা এ সমাবেশের আয়োজন করে।
বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন বগুড়ার প্রধান সমন্বয়ক প্রতীক ওমরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমন্বয়ক আব্দুল ওয়াদুদ।
এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও বাংলাভিশনের বগুড়া ব্যুরো প্রধান আব্দুর রহিম বগরা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন বগুড়া শাখার সমন্বয়ক নিউনেশনের উত্তরাঞ্চল প্রধান তানভীর আলম রিমন, দৈনিক আমার সুন্দর দেশের প্রকাশক হারুন উর রশীদ তালুকদার, সুমন সরদার, সাংবাদিক মেহেদী হাসান লিটন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ থেকে বিভিন্ন দাবি জানানো হয়। এই দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
সমাবেশ শেষে প্রেসক্লাবের বর্তমান আহ্বায়ক কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়। এসময় প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান এবং সদস্য সচিব সবুর শাহ লোটাস বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলনের দাবি-দাওয়াগুলো শোনেন এবং দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন।
বিডি প্রতিদিন/এমআই