ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিক ও পাঠক সমাজ। রবিবার বিকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন পালিত হয়।
সমাবেশে বক্তারা ইষ্ট ওয়েষ্ট মিডিয়া গ্রুপে হামলার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকী। বক্তারা তদন্ত সাপেক্ষে এ ঘটনায় দায়ীদের শাস্তি দাবী করেন।
সমাবেশে মূল বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেন। বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি সৈয়দ নোমান, বাংলা নিউজের জেলা প্রতিনিধি আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, কালেরকন্ঠের নিয়ামুল কবীর সজল, শুভসংঘের সৈয়দ মুবিন, সাংবাদিক জগলুল পাশা রুশু, সাংবাদিক এম এ মোতালেব, এনামুল হক, আব্দুল আজিজ, নাজমুস শাকিব, নুরুজ্জামান, কামরুজ্জামান মিন্টসহু প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম