সিরাজগঞ্জের সলঙ্গা নিখোঁজের দুইদিন পর মুঞ্জিল সেখ (৫০) নামে এক অটোভ্যান চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে সলঙ্গা থানা পুলিশ সলঙ্গা-ভুইয়াগাঁতী সড়কের পুর্ব রঘুনাতপুর ইটভাটার পাশ থেকে মরদেহটি উদ্ধার করেন। মৃত মুঞ্জিল শেখ রঘুনাথপুর গ্রামের মৃত আছাব আলীর ছেলে।
সলঙ্গা থানার ভারপাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, দুই দিন আগে মুঞ্জিল সেখ মিশুক অটো ভ্যান নিয়ে বাড়ী থেকে বের হয়ে আর ফেরেনি। শনিবার সকালে ইট ভাটার পাশে হাত-পা বাঁধা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে দুপুরে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/এএম