একযোগে বগুড়ার ৯ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির নির্দেশনা জারি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদায়ন সম্পন্ন হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বগুড়ার থানাগুলোর ওসিদের আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহকে ৬ এপিবিএন-এ, শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজাকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে, সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহাকে ট্যুরিস্ট পুলিশে, ধুনট থানার ওসি সৈকত হাসানকে পিবিআইতে বদলি করা হয়েছে।
এছাড়া, সারিয়াকান্দি থানার ওসি রবিউল ইসলামকে সিআইডিতে, আদমদিঘী থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তীকে সিআইডিতে, শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলামকে ৪ এপিবিএন বগুড়ায়, দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকারকে নৌ পুলিশে এবং নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইনকে নৌ পুলিশে বদলি করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল