খাগড়াছড়ি সদর উপজেলার চারটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে।
কমলছড়ি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পাঁচটি পদের মধ্যে দুটি পদ দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে।
এলাকাবাসী জানান, এই কেন্দ্রে মায়েরা ও কিশোরীরা চিকিৎসা নিতে এসে অনেকে ফিরে যান। অনেকেই এখানে কাউকে না পেয়ে জেলা সদরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে চিকিৎসার জন্য দৌড়াতে হয়।
একই অবস্থা বিরাজ করছে ভাইবোনছড়া, পেড়াছড়া ও গোলাবাড়ি পরিবার ও কল্যাণ কেন্দ্রেও। এসব কেন্দ্রের কোনোটাতেই ফার্মাসিস্ট নেই। ফলে চিকিৎসা ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সুবিধাবঞ্চিত এলাকাবাসী।
বিডি প্রতিদিন/জুনাইদ