ব্রাহ্মণবাড়িয়ায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে লোকনাথ উদ্যানের (টেংকেরপাড়) সামনের ডাস্টবিন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন বলেন, সকালে ট্যাংকের পাড়ের সামনের ডাস্টবিন পরিষ্কার করার সময় পরিচ্ছন্নতা কর্মীরা কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশটি দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
তিনি আরো বলেন, ট্যাংকের পাড়ের আশেপাশে বেশ কয়েকটি প্রাইভেট ক্লিনিক রয়েছে। কেউ হয়তোবা রাতে অবৈধ গর্ভপাত করে বাচ্চার লাশ ডাস্টবিনে ফেলে যান। পরিচয় শনাক্তে ডিএনএ সংগ্রহ করে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফন করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএ