কুষ্টিয়া পৌরসভার মিটিং থেকে বের হওয়ার সময় তিন কাউন্সিলরকে গ্রেফতার করেছে র্যাব। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি মামলায় বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার তিনজন হলেন কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল হক মুরাদ, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছ কোরাইশী ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম নজু।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইলিয়াস খান জানান, কুষ্টিয়া মডেল থানায় হওয়া একটি হত্যাচেষ্টার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করতে তাদের কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ