বগুড়ার শাহজাহানপুর উপজেলায় শীর্ষ সন্ত্রাসী সাগরসহ দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া একজনের হাতের কব্জি কেটে নেওয়া হয়েছে।
রবিবার সন্ধ্যায় উপজেলার সাবরুল ছোট মণ্ডল পাড়া সড়কের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-শাহজাহানপুরের সাবরুল হাটখোলা পাড়ার গোলাম তালুকদারের ছেলে সাগর তালুকদার (৩০) ও একই এলাকার সাইফুলের ছেলে স্বপন (২৫)।
একই ঘটনায় আনসারের ছেলে মুক্তারের হাতের কব্জি কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
বিডি প্রতিদিন/আরাফাত