বরিশালের উজিরপুরে মধ্যরাতে নারীকে উত্ত্যক্ত করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গোপনাঙ্গ জখম হয়েছে এক বখাটে তরুণে। শনিবার ভোররাতে উপজেলার সানুহার গ্রামে এ ঘটনা ঘটে। বখাটে শাওন আককে (২৫) আটক করা হয়েছে। উজিরপুর মডেল থানার ওসি মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক শাওন আকন (২৫) সানুহার গ্রামের মোজাম্মেল আকনের ছেলে।
ওসি মো. মাহবুবুর রহমান জানান, সানুহার বাসস্ট্যান্ড এলাকায় ভাড়া বাসায় একা বাস করেন পঞ্চাশোর্ধ এক নারী। ওই নারীকে প্রায়ই রাতে গিয়ে উত্ত্যক্ত করতো শাওন। গতকাল রাত তিনটার দিকে ওই নারীকে গিয়ে উত্যক্ত শুরু করে। এক পর্যায়ে দরজার ফাঁকা দিয়ে ওই নারীকে নিজের পুরুষাঙ্গ প্রদর্শন করে শাওন। তখন ওই নারী বটি দিয়ে আঘাত করে। এতে পুরুষাঙ্গ মারাত্মক জখম হয়। স্থানীয়রা টের পেয়ে বখাটেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
এ ঘটনায় মামলা হচ্ছে জানিয়ে ওসি বলেন, নিজের দোষ স্বীকার করেছেন বখাটে শাওন।
বিডি প্রতিদিন/হিমেল