কুষ্টিয়ার খোকসায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪ কিশোরির পরিবারে কান্না থামছে না। পাশাপাশি বাড়ির তিনটি পরিবারে কিছুক্ষণ পরপর থেমে থেমে কান্নার রোল ভেসে আসছে। বিশেষ করে নিহত শিশুদের মায়েরা বিলাপ করে কাঁদছেন। এদিকে চাপা দেওয়া মাইক্রোবাসটি মহাসড়কের পাশের জলাশয় থেকে তুলে হাইওয়ে থানায় রেখেছেন পুলিশ। চালকের নামে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন তারা।
খোকসা থানায় হাইওয়ে পুলিশের এএসআই মশিউর রহমান মামলাটি করেন। সড়ক পরিবহন আইনের ৯৮, ১০৫ ধারায় দ্রুত গাড়ি চালিয়ে দুর্ঘটনা সৃষ্টির অভিযোগে মামলা হয়েছে। আসামি করা হয়েছে চালক কাবেরকে। মামলার বাদী কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এএসআই মশিউর রহমান জানান, গাড়ি চালক কাবেরের বাড়ি মেহেরপুরে। তার মালিকের সঙ্গে কথা হয়েছে। এখনো পুরো ঠিকানা না পেলেও পলাতক কাবেরকে গ্রেফতার করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। মশিউর বলেন, কালো রঙের এই হাইস মাইক্রোবাসে করে ভাড়ায় বিদেশ থেকে আসা যাত্রীরা চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। দুর্ঘটনার পর গাড়ি জলাশয়ে পড়ে গেলে এর চালক ও যাত্রীরা জানালার গ্লাস খুলে বের হয়ে আসে। চালক পালিয়ে গেলেও গাড়িটি উদ্ধারের পর তারা বিদেশ থেকে আনা মালামাল পুলিশের কাছ থেকে বুঝে নিয়ে গেছে। তারা তেমন আহত হননি।
এদিকে খোকসার কুঠিপাড়ায় নিহত ৪ শিশুর তিন পরিবারে কান্নার রোল থামছে না। মারিয়া ও তানজিলার বাবা পালন শেখ একেবারেই বাকরুদ্ধ হয়ে গেছেন। তিনি নিজেই শারিরীকভাবে প্রতিবন্ধী। অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে সংসার চলে। দুই মেয়ে হারিয়ে এখন ছোট এক ছেলে ধরে বসে আছেন বাড়িতে।
নিহত মিম খাতুন মারিয়া ও তানজিলার চাচাতো বোন। তার বাবা হাানিফ শেখ দিনমুজুর করে খান। আর যুথি খাতুনের বাবা হেলাল শেখ ভ্যান চালান।
মারিয়া ও তানজিলা পড়তো শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে। আর মিম আর যুথী পড়তো কুঠিপাড়ার পূর্বাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে। অস্বচ্ছল এ পরিবারগুলোও মেয়েদের আগ্রহে স্কুলের পড়ালেখার বাইরে কোরআন পড়তে দিয়েছিল। ঘনিষ্ট ৪ কিশোরীকে শিমুলিয়া কবরস্থানে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।
মামলার বিষয় নিয়ে এই পরিবারগুলোর তেমন কোন আগ্রহ নেই। হেলাল শেখ বলেন আমার মেয়েকে কি আর ফিরে পাবো? তবে, ওরা রাস্তার ডান পাশ দিয়ে আসছিল, যে চালক তাদের চাপা দিয়ে মেরে ফেললো তার বিচার হওয়া দরকার। হেলাল বলেন মেয়েরা সব কোরআন বুকে করে আসছিল।
রবিবার সকাল ৭ টা ১৫ মিনিটে খোকসার কুঠিপাড়ায় কুষ্টিয়ার-রাজবাড়ী মহাসড়কের দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় দুই বোনসহ ৪ কিশোরী নিহত হন। অপর একজন আহতসহ ৫ কিশোরী মসজিদের মক্তব থেকে কোরআন পড়ার ক্লাস শেষে বাড়ি ফিরছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল