আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী জেলার অধীনে প্রত্যেক পূজা মণ্ডপের পূজা উদযাপন কমিটির সদস্যরা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবক টিম গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় ফেনী শহরের সালাম কমিউনিটি সেন্টারে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ হারুন এবং সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।
এ ছাড়া জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার পাটোয়ারীসহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই