যশোর জেলা বিএনপির পক্ষ থেকে টানা বর্ষণে জলাবদ্ধতার শিকার কেশবপুর উপজেলার ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) উপজেলার মধ্যকূল, আলতাপোল ও কেশবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আশ্রয় নেয়া পরিবারগুলোর মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এসময় যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং দলের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের ব্যবস্থাপনায় বন্যা ও জলাবদ্ধতার শিকার এলাকাগুলোতে যশোর জেলা বিএনপি ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় কেশবপুর উপজেলায় জলাবদ্ধতার শিকার হয়ে মহাসড়ক ও স্কুল-কলেজে আশ্রয় নেওয়া পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও যতদিন প্রয়োজন ততদিন দুর্যোগকবলিত মানুষের পাশে থাকবে যশোর জেলা বিএনপি বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/আশিক